রহমত নিউজ 15 March, 2025 01:02 PM
চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজ্জায় ফের হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। গত দু’দিনে ইসরাইলি হামলায় গাজ্জায় শহীদ হয়েছেন এক নারীসহ মোট ৮ জন।
শনিবার সকালে গাজ্জা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে শহীদ হয়েছেন ৪ জন ফিলিস্তিনি। এছাড়া একই সময় গাজ্জার উপকূলীয় এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর গুলিতে শহীদ হয়েছেন একজন ফিলিস্তিনি মৎসজীবী।
শনিবার (১৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব তথ্য জানিয়েছে।
আগের দিন বৃহস্পতিবার গাজ্জার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরাইলি বাহিনী। সেই হামলায় এক নারীসহ নিহত হয়েছিলেন ৩ জন।
বৃহস্পতি ও শুক্রবারের হামলার একাধিক প্রত্যক্ষদর্শী তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, গত কয়েক দিন ধেরেই রাফা, গাজ্জা সিটিসহ বিভিন্ন শহরে হামলা করছে ইসরাইলি বহিনীর সদস্যরা।